স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে সাক্ষ্য দিলেন বাবা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ১৩:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ১৩:৩৪
রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় মাস্টারমাইন্ড 'ও' লেভেল স্কুলছাত্রী আনুশকাকে ধর্ষণের পর হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ওই কিশোরীর বাবা। বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এএম জুলফিকার হায়াতের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। ব্যবসায়ী বাবা আসামি ইফতেখার ফারদিন দিহানকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এরপর বিচারক আগামী ২১ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ উপস্থিত ছিলেন। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ৫৫ সাক্ষী রয়েছেন।
গত বছরের ৭ জানুয়ারি কলাবাগানে দিহান তার বাসা থেকে 'ও' লেভেলের ওই কিশোরী শিক্ষার্থীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার আগেই তার মৃত্যু হয়। পরদিন দিহানকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মেয়েটির বাবা। এরপর পুলিশ দিহানকে গ্রেপ্তার করে।