ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে সাক্ষ্য দিলেন বাবা

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে সাক্ষ্য দিলেন বাবা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ১৩:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ১৩:৩৪

রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় মাস্টারমাইন্ড 'ও' লেভেল স্কুলছাত্রী আনুশকাকে ধর্ষণের পর হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ওই কিশোরীর বাবা। বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এএম জুলফিকার হায়াতের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। ব্যবসায়ী বাবা আসামি ইফতেখার ফারদিন দিহানকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সাক্ষ্যে ওই কিশোরীর বাবা বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রী কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। এর কিছু সময় পর তিনিও নবাবপুরে তার ব্যবসাকেন্দ্রে রওনা হন। দিহানের ফোন পাওয়ার পর দুপুর দেড়টার দিকে তার স্ত্রী তাকে ফোন করেন। তারা স্বামী-স্ত্রী দুজনই আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাদের মেয়েকে মৃত অবস্থায় পান। এ সময় এজলাস কক্ষেই আবেগাপ্লুত হয়ে পড়েন আনুশকার বাবা। জবানবন্দির পর ওই কিশোরীর বাবাকে জেরা করেন আসামির আইনজীবী মো. বোরহান উদ্দিন।
এরপর বিচারক আগামী ২১ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ উপস্থিত ছিলেন। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ৫৫ সাক্ষী রয়েছেন।
গত বছরের ৭ জানুয়ারি কলাবাগানে দিহান তার বাসা থেকে 'ও' লেভেলের ওই কিশোরী শিক্ষার্থীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার আগেই তার মৃত্যু হয়। পরদিন দিহানকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মেয়েটির বাবা। এরপর পুলিশ দিহানকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×