ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জেসিআই ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জেসিআই ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ২৩:১৬

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর গুলশানে জেসিআই ক্লাব প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা ও দ্বিতীয় সাধারণ সদস্য সভার আয়োজন করা হয়। প্রাণবন্ত গ্রীষ্মকালীন ফল উৎসবে চ্যাপ্টার সদস্যসহ ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ন্যাশনাল গভর্নিং বডির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট আশিকুর রহমান। তিনি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে চ্যাপ্টারের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন। সাধারণ সভাটি ছিল সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে চলমান প্রকল্প, কৌশলগত পরিকল্পনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, জেসিআই ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে হেনরি গিসেনবিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অলাভজনক যুব সংগঠনটির সদস্যরা ১৮ থেকে ৪০ বছর বয়সী সক্রিয় নাগরিক, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিবেদিত। বর্তমানে জেসিআই’র ১২৭টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে। 

বাংলাদেশে জেসিআই’র যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। এরপর ২০১৫ সালে ‘জেসিআই ঢাকা অ্যাচিভার্স’ স্থানীয় অধ্যায় হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে এই অধ্যায়টি নেতৃত্ব উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুন

×