ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রিকশাচালকের আত্মহত্যার জন্য দায়ীদের শাস্তি দাবি

রিকশাচালকের আত্মহত্যার জন্য দায়ীদের শাস্তি দাবি

ছবি: বিবিসি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ১০:৪৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ১০:৪৩

হাইওয়ে পুলিশের জরিমানার টাকা দিতে না পারায় সাভারে রিকশাচালক নাজমুলের আত্মহত্যার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শুক্রবার বিবৃতি দিয়েছেন সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

বিবৃতিতে বলা হয়, দেশে প্রায় ৫০ লাখ মানুষ রিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ ইজিবাইকের সঙ্গে সরাসরি যুক্ত। তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বিভিন্ন সড়কে প্রতিনিয়ত এসব যানবাহনের চালকরা হয়রানি, চাঁদাবাজি, পুলিশের অবৈধ রেকারিং ও ডাম্পিংয়ের শিকার হচ্ছেন। পরিস্থিতি প্রকট হওয়ায় একমাত্র উপার্জনের বাহন বেহাত হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা। শুধু সাভারের নাজমুল নন, সারাদেশেই এমন ঘটনা বাড়ছে। এ ছাড়া ব্যাটারি ছিনতাইকারীর কবলে পড়েও দেশের বিভিন্ন স্থানে চালকরা হত্যা-নির্যাতনের শিকার হচ্ছেন।
বিবৃতিতে নেতারা বলেন, অবিলম্বে ইজিবাইক, রিকশা-ভ্যানসহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার প্রণীত 'থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১' দ্রুত চূড়ান্ত ও কার্যকর, নীতিমালার আলোকে ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদান এবং মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য পৃথক সড়ক বা সার্ভিস রোড নির্মাণ করাসহ সংগ্রাম পরিষদের ছয় দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

×