ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঈদে বাড়ি গেলে স্বর্ণালঙ্কার আত্মীয়ের কাছে রাখার পরামর্শ ডিএমপি’র

ঈদে বাড়ি গেলে স্বর্ণালঙ্কার আত্মীয়ের কাছে রাখার পরামর্শ ডিএমপি’র

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ০৯:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ১৪:০৯

ঈদ উদযাপনে ঢাকার বাইরে যাওয়ার আগে দামি জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার আত্মীয়দের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'ঈদে রাজধানীবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এ সময় তাদের ফাঁকা বাসায় চুরির আশঙ্কা বেশি থাকে। তাই যারা ঢাকা ত্যাগ করবেন তারা স্বর্ণালঙ্কার আত্মীয়-স্বজনের কাছে রেখে গেলে দুর্ঘটনার আশঙ্কা কমবে।'

তিনি আরও বলেন, ১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ভিড় বাড়তে থাকবে। এ সময়ে মলম পার্টি, অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। 

এসময় বিভিন্ন অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য ডিএমপির ১০ বিভাগ ও ৫০ জন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×