রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় পথচারী নিহত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২২ | ২২:১৯ | আপডেট: ০৪ মে ২০২২ | ২২:৩৬
রাজধানীর দারুস সালামে বুধবার রাত ৯টায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওই এলাকার একটি মাদ্রাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, দারুস সালাম টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সিদ্দিকের গ্রামের বাড়ি বান্দরবান সদর উপজেলায়। তার বাবার নাম আনজু মিয়া। তিনি দারুস সালাম এলাকার একটি মেসে থাকতেন।
দারুস সালাম থানার উপপরিদর্শক মিঠুন কুমার দত্ত বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- রাজধানী
- দারুসসালাম
- গাড়িচাপায় নিহত