২৪ ঘণ্টার কর্মবিরতিতে উবার চালকদের ২ সংগঠন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ২২:৫৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ২৩:০০
মোবাইল ফোনভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ 'উবার' কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে চালকদের দুই সংগঠন– ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন ও বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন।
রোববার মধ্যরাত থেকে তারা ২৪ ঘণ্টার এই কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছেন।
সংগঠন দু'টির দাবির মধ্যে রয়েছে– ট্রিপ শুরুর পর থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিনিট হিসাবে ঠিকঠাক ভাড়া দিতে হবে, উবারের কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা, গ্যাসের দাম বাড়ার কারণে ভাড়ার হার বাড়ানো, ডেস্টিনেশন অপশনের আশপাশেও ট্রিপ দিতে দেওয়া, চালকদের নিরাপত্তার ব্যবস্থা করা ও যাত্রীদের মাধ্যমে গাড়ির কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

এদিকে উবার চালকদের দু'টি সংগঠন কর্মবিরতি পালন করলেও সোমবার উবার অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা অব্যাহত রয়েছে। উবার অ্যাপ ব্যবহার করে নিজের অবস্থান ও গন্তব্য ঠিক করে সার্চ দিলেই আশেপাশে থাকা উবারে নিবন্ধিত গাড়ি বা মোটরসাইকেলের অবস্থান দেখা যাচ্ছে।
- বিষয় :
- উবার
- রাইড শেয়ারিং
- উবার চালকদের কর্মবিরতি