পুলিশের ওপর বোমা হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার ২

সাইন্সল্যাব মোড়ে বোমা বিস্ফোরণে আহত এক পুলিশ সদস্য -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ২৩:৫৭
রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় এরা জড়িত।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে গুলিস্তানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা হলে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক আহত হন৷ পরে গত ৩১ অগাস্ট গভীর রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাতে একজন এএসআই এবং একজন কনস্টেবল আহত হন।