আদাবরে বহুতল ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

জুয়েনা হাবীব প্রাপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৮:৫৮ | আপডেট: ০১ জুন ২০২২ | ১১:০২
রাজধানীর আদাবর এলাকার জাপান গার্ডেন সিটির বহুতল ভবন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েনা হাবীব প্রাপ্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১৫ তলার ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজের ভাতিজি।
পুলিশ সূত্র জানায়, ওই ভবনের ছাদে কোমর সমান উঁচু রেলিং ছিল। বিকেল ৫টার দিকে সেখান থেকে পড়ে যান প্রাপ্তি। তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক কী কারণে তার মৃত্য হয় তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।