ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে নটরডেম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে নটরডেম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২২ | ০১:৩৩ | আপডেট: ১২ জুন ২০২২ | ০১:৩৭

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে রাজধানীর শাপলাচত্বর প্রাঙ্গণে তারা জড়ো হন।

জানা যায়, পৌনে একটা থেকে সোয়া একটা পর্যন্ত ত্রিশ মিনিট নটরডেম কলেজের শিক্ষার্থীরা শাপলাচত্বরে ছিলেন। পরে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা শাপলাচত্বর এসে বিক্ষোভ শুরু করেন।

মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা দুপুর দেড়টার সময়ও বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে যারা কটূক্তি করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিন্দা জানাতে বলেন।

আরও পড়ুন

×