ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'রাজা' আর 'বস' কাঁপাচ্ছে পোস্তগোলা হাট

'রাজা' আর 'বস' কাঁপাচ্ছে পোস্তগোলা হাট

লতিফুল ইসলাম

প্রকাশ: ০৫ জুলাই ২০২২ | ১২:০০

গরুটির গায়ের রং লাল। লম্বাটে দেহের শিং, ঘাড় থেকে পুরো শরীরে একটা নজড়কাড়া বৈশিষ্ট্য আছে। কুষ্টিয়ার হাকমত আলী এ গরুর নাম দিয়েছেন 'পোস্তগোলার বস'। পোস্তগোলা শ্মশানঘাট হাটের এক নম্বর কাউন্টারের পাশেই তাকে বেঁধে রাখা হয়েছে। তবে এ হাটের কর্তৃত্ব শুধু বসের হাতেই নয়। তার সঙ্গে হাটে সমান কর্তৃত্ব বসাচ্ছে কালো রঙের গরু 'রাজা'।
হাকমত আলী জানান, নদীপথে বসের সঙ্গে পোস্তগোলায় এসেছে আরও পাঁচটি গরু। আসার পরের দিনই ৩ লাখ টাকায় একটি গরু বিক্রি হয়। বসের দাম তিনি হাঁকাচ্ছেন ১০ লাখ টাকা। এ পর্যন্ত সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে ৭ লাখ টাকা পেলেই তিনি গরুটিকে ছেড়ে দেবেন। ছয়টি গরু তিনি ২০ লাখ টাকায় বিক্রির আশা করছেন।
কুষ্টিয়ার এ খামারি জানান, খড়, ভুট্টা, ছোলা আর ঘাসই গরুগুলোর প্রধান খাদ্য। অনেক যত্ন করেছেন বসের। এক বছর আগে আরেক মালিকের কাছ থেকে কিনে বড় করেছেন। তিনি জানান, গরু ছয়টির দেখাশোনা তিনি একাই করেছেন। কখনও ডাক্তার দেখানো লাগত না।
রাজা এসেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে। তারও সঙ্গী হয়েছে আরও তিনটি গরু। রাজা ফিজিয়াম জাতের আর বাকি তিনটি দেশি। গরুগুলোর মালিক নাসিম মিয়া বাড়ির খামারে এগুলো বড় করেছেন। সাড়ে তিন বছর বয়সী রাজার দাম চাচ্ছেন ৯ লাখ টাকা। এ পর্যন্ত ৫ লাখ টাকা দাম উঠেছে। তিনিও ৭ লাখ টাকা হলে গরুটি বিক্রি করবেন। বাকি তিনটি গরুর একটি ৪ লাখ, আরেকটি সাড়ে ৩ লাখ এবং ছোটটির ২ লাখ টাকা দাম হাঁকিয়েছেন।
নাসিম মিয়া জানান, তিনি তার গরুকে খড়, ভুসি, ছোলা, নিয়মিত খাওয়াতেন। এগুলোর স্বাস্থ্য ঠিক রাখতে নিতেন ডাক্তারের পরামর্শ।

আরও পড়ুন

×