ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০৭:২৯ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০৭:২৯

ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

আইজিপি বলেন, পবিত্র ঈদুল আজহায় পুলিশ সদস্যরা কোরবানির পশু পরিবহন, পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও পথে-প্রান্তরে মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।
করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আইজিপি।

আরও পড়ুন

×