ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রোগবালাই পিছু ছাড়ছে না বিমানবন্দর থানার পুলিশ সদস্যদের

রোগবালাই পিছু ছাড়ছে না বিমানবন্দর থানার পুলিশ সদস্যদের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ১৩:৪৭ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ১৩:৪৭

প্রায় দুই বছর ধরে পরিছন্নতাকর্মী (সুইপার) না থাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে ডিএমপির বিমানবন্দর থানার পুলিশ সদস্যদের। ব্যারাক, টয়লেট, হাজতখানাসহ থানা প্রাঙ্গণ ময়লায় ভরে গেছে, চারিদিকে দুর্গন্ধ। এতে প্রায়ই অসুস্থ হচ্ছেন থানার কোনো না কোনো পুলিশ সদস্য।

থানায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বিষয়টি ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। থানায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায়ও বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু এখনও শূন্য রয়ে গেছে পরিচ্ছন্নতাকর্মীর পদটি।

তারা আরও জানান, ২০২০ সালের ১৫ নভেম্বরের পর থেকে কোনো পরিছন্নতাকর্মী নেই বিমানবন্দর থানায়। এর আগে একজন পরিছন্নতাকর্মী ছিলেন। কিন্তু তিনি চলা যাওয়ার পর আর কাউকে নেওয়া হয়নি।

কয়েকজন পুলিশ সদস্য জানান, বর্তমানে পরিছন্নতাকর্মী না থাকার কারণে থানার ব্যারাক, টয়লেট, হাজতখানাসহ থানার প্রাঙ্গণ ময়লা আর্বজনায় ভরে গেছে। এ অবস্থায় দায়িত্বপালনের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই সুমন শিকদার সমকালকে জানান, থানার জনবল সংখ্যা ৮৫ জন। সেখানে দীর্ঘদিন ধরে পরিছন্নতাকর্মী না থাকায় পুলিশ সদস্যরা চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এমন এক সময়ে পরিছন্নতাকর্মী নেই যখন করোনা মহামারি চলছে। এ সময়ে থানা প্রাঙ্গণ সার্বক্ষণিক পরিষ্কার রাখা জরুরি।

এ ব্যপারে বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত মো. আসলাম উদ্দিন মোল্যা সমকালকে বলেন, বর্তমানে থানায় কোনো পরিছন্নতাকর্মী নেই। এ কারণে থানার সদস্যরাই অনেক সময় বাথরুমসহ বিভিন্ন স্থান পরিষ্কার করেন।

আরও পড়ুন

×