ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ | ০৯:৪৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক একেএম সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে পুলিশ প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান শামীম।

তিনি সমকালকে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন, চিকিৎসক সমাজের শীর্ষ স্থানীয় নের্তৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে এবং সাধারণ রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ চলমান কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এম এ আজিজ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. টিটু মিঞা, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের আন্দোলনকারীরা।

গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের এক ইন্টার্ন চিকিৎসককে শহীদ মিনার এলাকায় মারধর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন যুবক। ওই ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালককে বিষয়টি জানান। তাদের কাছে প্রতিবাদলিপি দিয়ে ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকেও স্মারকলিপি দেন তারা।
এরপর ৪৮ ঘণ্টার মধ্যেও কেউ গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক।

আরও পড়ুন

×