ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিসি ক্যামেরায় ধরা পড়ল শিশুকে নিয়ে পালানোর দৃশ্য

সিসি ক্যামেরায় ধরা পড়ল শিশুকে নিয়ে পালানোর দৃশ্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২ | ১৩:১৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ | ১৩:১৪

বাবার সঙ্গে মসজিদে গিয়েছিল আড়াই বছরের শিশু ইব্রাহিম। বাবার নামাজ আদায়ের সময় শিশুটি মসজিদ থেকে রাস্তায় চলে আসে। এ সময় বোরকা পরা এক নারী তাকে কোলে নিয়ে পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। কিন্তু চার দিনেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বনানী থানায় মামলা করেছেন শিশুটির বাবা মো. রানা।

বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ছেলেকে নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের জামে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন রানা। মসজিদের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে দৌড় দিয়েছেন। অন্য একটি সিসি ক্যামেরায় দেখা যায়, ইব্রাহিমকে নিয়ে একটি রিকশায় উঠছেন ওই নারী। শিশুটির সন্ধান চলছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে মসজিদের সামনে ভিক্ষা করছিলেন। ওইদিন শিশুটিকে নিয়ে যাওয়ার আগেও ওই নারীকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ইব্রাহিমের বাবা রানা সংক্রামক ব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। সাততলা বস্তিতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। ইব্রাহিম তার একমাত্র সন্তান।

আরও পড়ুন

×