চকবাজারে আগুন: হোটেল মালিক গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০১ মে ২০২৩ | ১০:৫৮
পুরান ঢাকার চকবাজারের কামালবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। তাকে লালবাগের নিজ বাসা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভবন মালিক ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন। তার বরাত দিয়ে মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন
- বিষয় :
- চকবাজার
- আগুন
- হোটেল মালিক
- গ্রেপ্তার