ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খাঁচাবন্দি প্রাণীদের মুক্তির দাবি খাঁচাবন্দি হয়ে

খাঁচাবন্দি প্রাণীদের মুক্তির দাবি খাঁচাবন্দি হয়ে

রাজু ভাস্কর্যের পাদদেশে খাঁচাবন্দি হয়ে অবস্থান।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ০৪:২৯ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ০৪:৪১

‘পৃথিবী শুধুই মানুষের নয়। এখানে সকল প্রাণীর স্বাধীন জীবনের অধিকার আছে। একটি বন্য প্রাণীকে বন্দি করে রাখা অমানবিক। খাঁচাবন্দি জীবনে সে না পায় খাবার, না হয় তার জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা। কোনোভাবেই প্রাণীদের বন্দি রাখা যাবে না। এটাই আমাদের দাবি।’

সমকালের সঙ্গে আলাপকালে এসব কথা বলছিলেন পরিবেশকর্মী ও সাংবাদিক হোসেন সোহেল। অভিনব উপায়ে পৃথিবীর সকল খাঁচাবন্দি প্রাণীদের মুক্তির দাবিতে আজ শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে খাঁচাবন্দি হয়ে অবস্থান শুরু করেছেন তিনি। আগামী তিন দিন তিনি একই স্থানে এই কর্মসূচি পালন করবেন তিনি। 

হোসেন সোহেল জানান, পৃথিবীর সকল চিড়িয়াখানা, সার্কাসে, চলচ্চিত্রে, ঘরের বারান্দায় বা কাঁটাবনের দোকানগুলোতে বিভিন্ন নামে পশু-পাখিদের বন্দি করে রাখার প্রতিবাদে তার এই বন্দি জীবন।

তিনি বলেন, দীর্ঘদিনের একটি পদ্ধতি আমি একা পরিবর্তন করতে পারব না। তাই লড়াইটা আমার নিজের সাথে নিজের। এখানে সরকার, রাজনীতি, সংগঠন, সংস্থা, ব্যক্তি কেউ জড়িত না। আমিও যন্ত্রণা নিতে চাই, যেভাবে খাঁচায় বন্দি প্রাণীরা যন্ত্রণা পায়। আপনারা সকলে গালি-অপবাদ দিন, আমি হেরে যাব না। যারা প্রকৃতি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা মাথায় হাত রাখবেন। যেন তিনদিন টিকে থাকতে পারি। মুক্ত হোক সকল খাঁচাবন্দি প্রাণী।

আরও পড়ুন

×