বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ
৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ১০:৫৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ১১:০৫
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণ মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল পাল এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে আসামিরা হলেন-রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪), তূর্য মোহন্ত (২৬), জীবন (২৫) ও ফরিদ (২৬)।
শীতল পাল বলেন, আটজনের মধ্যে পাঁচজন সরাসরি ধর্ষণে জড়িত এবং বাকিরা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। পরীক্ষায় দু'জনের ডিএনএ মিলেছে। গত ২৩ ফেব্রুয়ারি রাতে শহরে ঘুরতে বের হলে বখাটেরা ওই শিক্ষার্থীকে জোর করে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে ধর্ষণ করে।
- বিষয় :
- বশেমুরবিপ্রবি
- চার্জশিট দাখিল
- গোপালগঞ্জ
- ধর্ষণ