ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিতুমীর কলেজের শিক্ষার্থী নিহত

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিতুমীর কলেজের শিক্ষার্থী নিহত

হানিফ ফ্লাইওভার/ সংগৃহীত পুরোনো ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ০৭:৩৭ | আপডেট: ০১ মে ২০২৩ | ১০:৪১

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগেছে। এ দুর্ঘটনায় সাদিয়া আফরিন ঊর্মি (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

তিনি তিতুমীর কলেজে মার্কেটিং বিষয়ে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এই ঘটনায় নাজমুল ইসলাম (২৩) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঊর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

আহত নাজমুল জানান, তাঁদের বাড়ি ধোলাইপাড় দনিয়া ক্লাবের পাশে। ঊর্মি তাঁর বড় ভাইয়ের শ্যালিকা। বড় ভাইয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাঁরা চারজন বাসা থেকে দুটি মোটরসাইকেলে তিনশ ফিট যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারের ওপর উঠলে একটি বাস তাঁদের (নাজমুল ও ঊর্মি) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

ঊর্মির বাবা আব্দুর রাশিদ বলেন, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী ধোলাইপাড় দুনিয়া ক্লাবের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। ঊর্মি তিতুমীর কলেজে মার্কেটিংয়ে তৃতীয় বর্ষে পড়তেন। দুই বোনের মধ্যে তিনি ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নাজমুলের হাত ও পায়ে সামান্য আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×