রাস্তায় পড়ে ছিল পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ | ০৭:৪২ | আপডেট: ০১ মে ২০২৩ | ১০:৪০
রাজধানীর আর্মি গলফ ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল হাসেম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গলফ ক্লাবের মূল ফটকের অদূরে ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ কোনো একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি জানান, দুর্ঘটনায় দায়ী যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এটি ট্রাক বা বড় ধরনের কোনো বাহন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় যানটি পাশের আইল্যান্ড ও পিলারে ধাক্কা দিয়েছে। এতে মনে হচ্ছে, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
নিহতের ভাতিজা মো. রনি সাংবাদিকদের জানান, আবুল হাসেম ক্যান্টনমেন্ট এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, বুধবার ভোরে তিনি বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খামারগাঁও এলাকায়।
- বিষয় :
- পরিচ্ছন্নতাকর্মী
- সড়ক দুর্ঘটনায় নিহত