ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিউমার্কেটে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নিউমার্কেটে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নিউমার্কেটে অভিযান চলাকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট- ছবি : সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৫ | আপডেট: ১৪ মে ২০২৩ | ১০:২৩

রাজধানীর নিউমার্কেটে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান-পাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

সোমবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং আফিফা খানের নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযানকালে অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০ জন দোকান মালিককে মোট ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মো. মুনিরুজ্জামান বলেন, এসব অবৈধ দোকানপাটের কারণে নিউমার্কেটে আসা ক্রেতা সাধারণের নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। নিউমার্কেটের ভেতরের ফুটপাত, বারান্দা ও কমন স্পেসে এগুলো গড়ে উঠেছিল। আর যাতে এভাবে কেউ অবৈধ দোকানপাট তৈরি না করে সে জন্য মাইকিংও করা হয়েছে।

আরও পড়ুন

×