ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিআইবিতে স্নাতকোত্তর ডিপ্লোমা ভর্তি, আবেদন শুরু ১১ সেপ্টেম্বর

পিআইবিতে স্নাতকোত্তর ডিপ্লোমা ভর্তি, আবেদন শুরু ১১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২৭

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রোববার পিআইবির ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিভাগের প্রভাষক শুভ কর্মকার জানান, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে তিন (০৩) বছর মেয়াদী স্নাতক (পাশ/সম্মান) অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় নূন্যতম ৪০% নম্বর/ সিজিপিএ ২.০০ পেতে হবে। গণমাধ্যম / জনসংযোগ/বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের মোট আসন সংখ্যা ৫০ এবং কোর্স ফি ১৬,০০০ টাকা (এককালীন)। এ প্রোগ্রামে ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফিস ৫০০ টাকা,যা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য পিআইবির ওয়েবসাইটে (www.pib.gov.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন

×