ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ডিএনসিসির মশক নিধন অভিযান: ১১ ভবন মালিককে জরিমানা

ডিএনসিসির মশক নিধন অভিযান: ১১ ভবন মালিককে জরিমানা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৩৪ | আপডেট: ১৪ মে ২০২৩ | ১০:৫৪

এডিস মশা, মশার লার্ভা ও মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ার দায়ে বিভিন্ন এলাকার ১১ ভবন মালিককে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি জানায়, সোমবার ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান চলে। 

যেসব ভবনে এডিস মশা, লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায় সেসব ভবন মালিককে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। আদায়কৃত অর্থের পরিমাণ চার লাখ ২০ হাজার। অভিযানকালে অনেককে সতর্ক করে দেওয়া হয়।

এ ছাড়া নিয়মিত কাজের অংশ হিসেবে ৫৪টি ওয়ার্ডেই মশক নিধন ওষুধ ছিটানো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×