বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল বাংলাদেশ: সুজিত রায় নন্দী

আজিমপুর সরকারি কলোনী সর্বজনীন পূজা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২২ | ১০:৩৮ | আপডেট: ০১ অক্টোবর ২০২২ | ১০:৩৮
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুর সরকারি কলোনী সর্বজনীন পূজা মণ্ডপে মানবিক ও সামাজিক সংগঠন ‘আমরা ক'জন সনাতন’-এর উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় বলেন, ‘আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই। ধর্ম যার যার উৎসব সবার- জননেত্রী শেখ হাসিনার এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে।