রাজধানীতে ২৫০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার ৫

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২ | ১১:২২ | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ | ১১:২৬
রাজধানীর খিলক্ষেত থেকে ২৫০ গ্রাম কোকেনসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। কোকেনের এই চালান কাতারে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
গ্রেপ্তাররা হলো- মিন্টু কর্মকার (৩৪), এজাহার মিয়া (৩৮), নাজিম উদ্দীন ওরফে মুন্না (৪০), নাজিম উদ্দীন (৪৫) ও মোহাম্মদ মামুন (২৭)। সবার বাড়ি চট্টগ্রামে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্যাহ কাজল জানান, সোমবার সন্ধ্যায় খিলক্ষেত বাজারের বেপারীপাড়া থেকে পাঁচজনকে ধরা হয়। পরে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের গাড়িচালক জাহাঙ্গীর আলম গভীর সমুদ্রের একটি ট্রলার থেকে ওই কোকেন সংগ্রহ করে। এগুলো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাঠানোর চেষ্টা করছিল তারা। বন্ধুবান্ধব ও পরিচিতদের নিয়ে গড়ে ওঠা এই চক্র আগে ইয়াবার কারবার করত।