মোড়কে বিএসটিআই প্রতীক, ভেতরে নকল পণ্য

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ০৬:৪৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০৬:৪৬
পণ্যের মোড়কে বিএসটিআই-এর প্রতীক, ট্রেডমার্ক সবই রয়েছে। আর ভেতরে থাকছে নিম্নমানের উপাদানে তৈরি নকল প্রসাধন সামগ্রী। দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্যের নামে এভাবেই ভোক্তাদের ঠকিয়ে আসছিল একটি চক্র। অবশেষে রাজধানীর মুগদা থেকে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে প্রসাধন তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মহিউদ্দিন ওরফে সাগর, নাজিম হোসেন, এম কে পারভেজ, আনোয়ার হোসেন ও উজ্জল হোসেন মুকুল।এ ব্যাপারে বিস্তারিত জানাতে মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মান্ডা এলাকার একটি বাসায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী তৈরি করে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানার পর সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা নামকরা বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল প্রসাধনী উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। নকল প্রসাধন ব্যবহারে মানুষ ক্যান্সার ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সেইসঙ্গে ভালো পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সুনাম নষ্ট হচ্ছে। তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
এর আগে গতকাল সোমবার মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালায় ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
এ সময় ৪০০ বোতল নকল অলিভ অয়েল, উৎসব একটিভ গোল্ড মেহেদি ৩০ বক্স, কাবেরী একটিভ গোল্ড মেহেদি ২০ বক্স, নেহা ফাস্ট মেহেদি ৩০ বক্স, ক্রিম ব্রস্ট ১২০ পিস, খোলা অলিভ অয়েল ২০ লিটার, অলিভ অয়েলের খালি বোতল ১৩০টি, লোহার তৈরি দুটি ক্যাপ সিলিং মেশিন, লোহা ও স্টিলের তৈরি একটি ক্রিম ফিলিং ম্যানুয়াল মেশিন, হিট/গান মেশিন দু'টি, ক্যাস্টর অয়েল ৪০০ বোতল, গ্লিসারিন ১৫০ পিস, হেয়ার রিমুভার ক্রিম ১২০ পিস ও ডক্টর সেফ ওয়াস ৮০ পিস জব্দ করা হয়েছে।