পরিবেশ রক্ষার দাবিতে রাজধানীতে সাইকেল র্যালি

স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার দাবিতে সাইকেল র্যালি - সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৪:০৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৪:২৪
নতুন বছরে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার দাবিতে সাইকেল র্যালি করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানী ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবার সেখানেই র্যালিটি সমাপ্ত হয়।
আয়োজকরা জানান, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, জ্বালানি সাশ্রয়, যানজট রোধে এবং শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে তারা র্যালির আয়োজন করেছেন। এর মাধ্যমে তারা সব বয়সী নাগরিকদের মধ্যে শরীরচর্চা ও শারীরিক সৌন্দর্য্য ও সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতনতা তৈরি করতে চান। তারা চান, সাইকেল চালানোর মধ্য দিয়ে পুরোনো বছরের দুঃখ, দুর্দশা, ক্লেশ ধুয়ে মুছে নতুন বছর শান্তিময় ও আনন্দদায়ক হয়ে উঠুক।
ফিট বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এবং রয়েল ফিটনেস স্টুডিও এ র্যালির আয়োজন করে। রয়েল ফিটনেস স্টুডিওর প্রধান নির্বাহী কাজী নূর মোহাম্মদ বাপ্পি সভাপ্রধান ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিবেশবিদ মো. মাহফুজুর রহমান, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মডেল ইমরান খান এবং বিউটি এক্সপার্ট তানিশা, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম টুববুস, ফিট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুম বিল্লাহ রাসেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাহার কনা র্যালিতে উপস্থিত ছিলেন।
নির্দিষ্ট ধরনের টি-শার্টে প্রায় ১০০ জনকে র্যালিতে অংশ নিতে দেখা যায়। র্যালি শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।