ফার্মগেটে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ২৩:২৩ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ২৩:৩৬
রাজধানীর ফার্মগেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় কামরুল হাসান ফয়সাল (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফার্মগেটে বিজ্ঞান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল গাজীপুরের টঙ্গীর আবুল হোসেনের ছেলে। তিনি একটি কোম্পানির হয়ে মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ফামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বুধবার রাতে সরকারি বিজ্ঞান কলেজের সামনে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন কামরুল। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ফার্মগেট
- সড়ক দুর্ঘটনা
- নিহত