১০ বছরে ৫ শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন 'বাইক জসিম'

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:০০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:০৮
জসিম দিনে অটোরিকশা চালান, আর রাতে সহযোগীদের নিয়ে নামেন মোটরসাইকেল চুরিতে। জসিমসহ এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তার অপর চারজন হলো- আশিক বিশ্বাস, মো. হারুন, রাজীব ও মহসীন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এর আগে শনিবার গ্রেপ্তার করা হয় জসিমকে।পুলিশ জানিয়েছে, জসিমের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বেলদারহাট এলকায়। বসবাস করেন ঢাকায়। দিনে চালান অটোরিকশা; মহল্লায় অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন বাসাবাড়ির গ্যারেজে করেন মোটরসাইকেল রেকি। দারোয়ান আছে কিনা, থাকলে তাকে ফাঁকি দিয়ে কীভাবে মোটরসাইকেল চুরি করা যায় সেসব উপায়ও বের করে রাখেন দিনের বেলাতেই। কখনও কখনও রাতেও যান দারোয়ানের গতিবিধি লক্ষ্য করতে। দিনে চুরি করলে ধরা পড়ার আশঙ্কা থাকে। তাই চুরির সময় হিসেবে বেছে নেন রাত।

২০১৩ সালে ভায়রা-ভাইয়ের হাত ধরে মোটরসাইকেল চুরিতে নামেন জসিম। পরে নিজেই গড়ে তোলেন একটি চক্র। বর্তমানে তার চক্রে চারজন সদস্য থাকলেও আগে ছিল ২০ জন। রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করে তারা।
জসিম সর্বশেষ তিন মাস আগে মোটরসাইকেল চুরির মামলায় জামিনে কারাগার থেকে বেরিয়েছেন; কিন্তু চুরি ছাড়েননি। মোটরসাইকেল চুরির কারণে তার নামের আগে যোগ হয়েছে 'বাইক'। পরিচিত হয়েছেন 'বাইক জসিম' নামে।
সূত্র জানায়, মোটরসাইকেল চুরির টাকায় ২০১৭ সালে টাঙ্গাইলে শ্বশুরের গ্রামে ১৬ লাখ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেন জসিম। তবে বছর দুয়েক আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর বাড়িটি ছয় লাখ টাকায় বিক্রি করে দেন।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, জসিম একজন শীর্ষ মোটরসাইকেল চোর। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি চুরির কথা স্বীকার করে নানা তথ্য দিয়েছেন। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- মোটরসাইকেল চুরি
- বাইক জসিম
- গ্রেপ্তার