ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকায় পালিত হলো চীনের নতুন বর্ষবরণ উৎসব

ঢাকায় পালিত হলো চীনের নতুন বর্ষবরণ উৎসব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি - সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১৭:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ১৭:৪৭

ঢাকায় জাঁকজমকভাবে পালিত হলো চীনের ঐতিহ্যবাহী নতুন বছরের বসন্ত উৎসব। শুক্রবার রাতে গুলশানের একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) ও ঢাকার চীনা দূতাবাস যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে নাচ-গানসহ চীনা সংস্কৃতির নানা ইভেন্ট আয়োজন করা হয়।

নতুন বছরের উৎসব বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে একটি। এই উৎসব উপলক্ষে চীনারা সাতদিনের ছুটি পালন করে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাবকার সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন অ্যাবকার সাধারণ সম্পাদক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাহাবুল হক। এছাড়াও অ্যাবকার সদস্যসহ নানা পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ-চীন বন্ধুত্ব দীর্ঘদিনের। এ বন্ধুত্ব শুধু কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা ঠিক হবে না।

চীনের নতুন বছর পালন উৎসবের সঙ্গে বাংলাদেশের পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার তুলনা করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অনুষ্ঠান যত বেশি পালিত হবে দুই দেশের মানুষের সাংস্কৃতিক বন্ধন এবং কানেকটিভিটি ততো বেশি বৃদ্ধি পাবে। দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধন হাজার বছরের পুরোনো বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রায় ১২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়ন করছেন জানিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত তিন বছরে কোভিডের কারণে যোগাযোগখাতে অনেক প্রতিবন্ধকতা ছিল। এই সমস্যা এখন দূর হয়েছে। চীনে যোগাযোগ এখন অনেক সহজ হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে পুরোদমে বিমান যোগাযোগ চালু হবে বলে জানান চীনা রাষ্ট্রদূত।

আরও পড়ুন

×