মহাখালীতে বহুতল ভবনে আগুন

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৩:৪৭ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৩:৫০
রাজধানীর মহাখালীর আমতলীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ করছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতরে কেউ আটকে আছেন কিনা, জানা যায়নি সেটাও।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার দুপুর ২টা ৫২ মিনিটে মহাখালীর আমতলীর একটি ৯ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়েই ফায়ার সার্ভিস সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষ।
- বিষয় :
- বহুতল ভবনে আগুন
- অগ্নিকাণ্ড
- ভবনে আগুন