প্রাথমিক শিক্ষক মহাজোটের দাবি
বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৯:৫৯
গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে জাতীয়করণ করা প্রাথমিক স্কুলের শিক্ষক মহাজোট। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জোটের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রায় সাত বছর অতিবাহিত হলেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ অনুযায়ী কর্মরত প্রধান শিক্ষকদের টাইম স্কেল, উচ্চতর বেতন স্কেল এবং সহকারী শিক্ষকদের টাইম স্কেলের সুযোগসহ আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। ফলে জাতীয়করণ করা স্কুলের শিক্ষকরা হতাশ।
এ সময় তিনি সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- সরকার ঘোষিত ৫০ শতাংশ বেসরকারি চাকরি গণনা করে পদোন্নতির তালিকা তৈরি করা, প্রধান শিক্ষকের প্রাপ্ত টাইম স্কেলের ভিত্তিতে উন্নতি স্কেল বাস্তবায়ন করা এবং প্রধান শিক্ষকের গেজেট থেকে বাদ পড়া শিক্ষকদের গেজেট সংশোধন করে প্রধান শিক্ষকের গেজেট প্রকাশ করা। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৬ ডিসেম্বর ঢাকায় শিক্ষক মহাসমাবেশের ঘোষণাও দেন তিনি। সংবাদ সম্মেলনে মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রধান শিক্ষক
- শিক্ষক মহাজোট
- জাতীয়করণ