খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১০:৫৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৩৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে চুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রুহুল কবির রিজভী বলেন, আবরার ফাহাদ হত্যা নিছক একটি হত্যাকাণ্ড নয়। রাষ্ট্র, সমাজ ও চিন্তা-চেতনায় যে পচন ধরেছে এই হত্যা তারই নগ্ন বহিঃপ্রকাশ। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের অব্যাহত দাবি সত্ত্বেও গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে মুক্তি না দিয়ে কারাগারে হত্যার নীলনকশা বাস্তবায়নে জোরালো তৎপরতা চলছে।
মিছিলে অংশ নেন- মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, লোকমান হোসেন হাওলাদার, শাহ আলম, জহিরুল ইসলাম বাশার, এম এ হান্নান, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, সদস্য শহিদুল ইসলাম পামেল, জাহিদুল আলম মিলন, হিমু, তানভীর আহমেদ ও আহমেদ সোহেল মামুন।