ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

'হৃদয়মাঝে শেখ রাসেল' গ্রন্থের প্রদর্শনী

'হৃদয়মাঝে শেখ রাসেল' গ্রন্থের প্রদর্শনী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১০:৫৯

বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয় শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনের স্মারক প্রকাশনা হৃদয়মাঝে শেখ রাসেল গ্রন্থের প্রদর্শনী উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং ফেডারেশন প্রাঙ্গণে গ্রন্থটির প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদসহ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জয়ীতা প্রকাশনীর স্মারক প্রকাশনা হৃদয়মাঝে শেখ রাসেল গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রন্থটির উপদেষ্টা সম্পাদক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও প্রকাশক ইয়াসিন কবীর জয়কে সঙ্গে নিয়ে এর মোড়ক উন্মোচন করেন তিনি।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয় শেখ রাসেলের ৫৬তম জন্মদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়ীতা প্রকাশনী প্রকাশ করেছে হৃদয়মাঝে শেখ রাসেল সচিত্র গ্রন্থটি। ৯২ পৃষ্ঠার বইটিতে শেখ রাসেলকে নতুন করে চেনার সুযোগ রয়েছে।

শেখ রাসেলের জন্মদিনে দিনভর রোলার স্কেটিংয়ের আয়োজন করে ফেডারেশন। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এ সময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ। পুরস্কার বিতরণীর আগে হৃদয়মাঝে শেখ রাসেল গ্রন্থের প্রদর্শনী উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

×