রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩ | ০০:৫১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ | ০০:৫১
রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম নওসিন আক্তার (২১)। এই তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ মোজাহারুল।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। নওসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই মোজাহারুল বলেন, নওসিন খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি তাঁর পরিচিত রাহাদ হোসেনের মোটরসাইকেলে করে ওয়ারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের কাছ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দেয়।
মোজাহারুল বলেন, ট্রাকের ধাক্কায় নওসিন ও রাহাদ সড়কে ছিটকে পড়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নওসিনকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- মতিঝিল
- সড়ক দুর্ঘটনা
- নিহত