ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ০৫:৩৪ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ০৬:৩১

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে জনপথ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এক সিএনজিচালিত অটোরিকশা চালক জাকিরকে হাসপাতালে নিয়ে আসেন।

জাকিরের বোন বেলী আক্তার বলেন, সকালে মোবাইলে জানতে পেরেছি বাসের ধাক্কায় ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

জানা যায়, জাকির হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা এলাকায়। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে সকাল ৪টায় সময় হাসপাতালে আনা হয়। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।

/এসএইচ/

আরও পড়ুন

×