ভারতীয় নারীর ব্যাগে মিলল ১২ কোটি টাকার কোকেন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৩ | ১৫:৫৫ | আপডেট: ১০ জুন ২০২৩ | ১৫:৫৫
শুক্রবার রাতে মরোক্ক থেকে কাতারের দোহা হয়ে ঢাকায় আসার পর ওই নারীকে গ্রেপ্তার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কোকেনসহ গ্রেপ্তার ওই নারীর নাম সালোমে লাল রামধারি। তার ব্যাগ থেকে জব্দকৃত কোকেনের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক নাজমা জ্যাবিন জানান, মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহার হয়ে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে শুক্রবার রাত ১টা ১৮ মিনিটে শাহজালাল বিমানবন্দরে আসেন সালোমে। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রথমে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে তার ট্রলিব্যাগ স্ক্যানিং করে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। সেটি খুলে এক কেজি ৮০০ গ্রাম কোকেন পাওয়া যায়। সালোমে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য।
- বিষয় :
- ভারতীয় নাগরিক
- কোকেন জব্দ
- কোকেনসহ গ্রেপ্তার