আবাসিক হোটেলে তরুণীর লাশ, কথিত স্বামীকে খুঁজছে পুলিশ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৫:৪৫ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১৫:৪৫
রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়। তবে, ওই তরুণীর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার হোটেল শাহীনের ষষ্ঠতলার একটি কক্ষে বৃহস্পতিবার রাতে ওঠেন ওই তরুণী। তার সঙ্গে একজন ছিলেন, যাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়া হয়। আজ সকালে হোটেলের কর্মীরা ডাকতে গিয়ে কক্ষের ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তারা লক্ষ্য করেন, দরজা বাইরে থেকে বন্ধ করা। দরজা খুলে তারা বিছানার ওপর তরুণীর মরদেহ দেখতে পান।
ওসি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ সেখানে যায়। মৃতের শরীরে বাহ্যিক আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, হোটেলের নিবন্ধন খাতায় তরুণীর নাম সেলিনা আক্তার বলে উল্লেখ করা হয়েছে। তবে সেটি তার আসল নাম না বলে মনে হচ্ছে। তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, সেটির ছবির সঙ্গে তার চেহারা মেলে না। নামও আলাদা। আর তার কথিত স্বামীর নাম মোহাম্মদ আলম। এই নামটিও সঠিক কিনা বোঝা যাচ্ছে না। হত্যায় অন্যতম সন্দেহভাজন এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।