বিদেশ ফেরত যাত্রীদের মালামাল লুটের অভিযোগে গ্রেপ্তার ২

গ্রেপ্তার আমির হোসেন ও বারেক মিয়া। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১৫:২৮
হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিদেশ ফেরত যাত্রীদের মালামাল লুটের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার বিমানবন্দর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আমির হোসেন (৫০) ও বারেক মিয়া (৪০)। তাদের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এপিবিএন জানায়, একটি চক্র বিদেশ ফেরত যাত্রীদের কৌশলে গাড়িতে তুলে সর্বস্ব লুটে নেয়। এ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটকের খবরে অন্যরা আত্মগোপন করেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এয়ারপোর্ট আর্ডম পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আটক আমির হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে। আর বারেক মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধারায় মোট পাঁচটি মামলা আছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।