ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পেট্রোল পাম্প-মার্কেটে মানসম্মত পাবলিক টয়লেট থাকতে হবে: মেয়র আতিক

পেট্রোল পাম্প-মার্কেটে মানসম্মত পাবলিক টয়লেট থাকতে হবে: মেয়র আতিক

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৫:৪৮ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৫:৪৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব পেট্রোল পাম্প, দোকানপাট, মার্কেট ও শপিংমলে বাধ্যতামূলকভাবে মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘সাউথ এশিয়ান এক্সচেঞ্জ অন পাবলিক স্যানিটেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওয়াটারএইড, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্কের যৌথ উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, পাবলিক টয়লেটগুলো মালিকদের নিজ উদ্যোগেই করতে হবে। নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট থাকবে। এগুলো সুন্দর ব্যবস্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ডিএনসিসির টিম গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০টি পাবলিক টয়লেট আছে। ডিএনসিসির ‘সবার ঢাকা’ অ্যাপে এ পাবলিক টয়লেটগুলোর লোকেশন দেওয়া আছে। অ্যাপ ওপেন করলে লোকেশনগুলো দেখা যাবে।

আরও পড়ুন

×