ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বাড্ডায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাড্ডায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৯:৪৩

রাজধানীর মেরুল বাড্ডার বাসা থেকে আসাদুজ্জামান ধ্রুব (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

ধ্রুবর চাচা সাদিকুর রহমান সাংবাদিকদের জানান, মেরুল বাড্ডার ভাড়া বাসায় থাকতেন ধ্রুব। তার মা–বাবা গ্রামে থাকেন। ধ্রুবর গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানায়। তার বাবা শামসুজ্জামান বাবুল মোটর পার্টস ও লেদ ব্যবসায়ী। এক ভাই ও এক বোনের মধ্যে ধ্রুব ছিলেন ছোট। তিনি জানান, সোমবার বিকেলে ধ্রুবর মা ছেলেকে কল করে না পেয়ে, তাকে (সাদিকুর) জানান। তিনিও একাধিকবার কল দেন। পরে সন্ধ্যায় তিনি ওই বাসায় যান। সেখানে গিয়ে ধ্রুবর ঘর ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বাড়িওয়ালার সহায়তায় বাড্ডা থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধ্রুবর অচেতন দেহ উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×