ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আমিনবাজারে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬

আমিনবাজারে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ | ১৩:২১ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ | ১৩:২৫

ঢাকার আমিনবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ। 

শনিবার দুপুর ২টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী। 

তিনি বলেন, তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ঘটনাস্থল থেকে ৬ ককটেল উদ্ধার করে রিফিউজ করা হয়েছে।

আব্দুল্লাহিল কাফী বলেন, আপনারা জানেন এখানে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতির কারণে কেউ অবস্থান নিতে পারেনি। তাই জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।

আরও পড়ুন

×