ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা রিকশাচালকের

শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা রিকশাচালকের

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ১৬:৪১

রাজধানীর বাড্ডায় রনি মিয়া নামে এক রিকশাচালক নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটাপন্ন।

বাড্ডা থানার ওসি আবদুল কাইউম মঙ্গলবার সমকালকে বলেন, ঘটনাটির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

পারিবারিক সূত্র জানায়, বাড্ডার জিএম বাড়ি পানির পাম্প সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে থাকেন রনি। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে। তিনি নিয়মিত রিকশা চালান না। মাঝেমধ্যে পোশাক কারখানাতেও কাজ করেন। জুয়ায় আসক্ত হওয়ায় তাঁর আর্থিক অবস্থা খুব খারাপ। বিভিন্ন জনের কাছে তাঁর বেশকিছু ঋণ রয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে মনে করেন স্বজনরা।

তাঁর স্ত্রী সোনিয়া আক্তার জানান, সোমবার রাত ১২টার দিকে বাসায় ফিরে সবার অগোচরে তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারে লোকজন বের হয়ে আগুন নেভান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, শরীরের ৪২ শতাংশ পুড়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছেন রনি। তাঁকে সারিয়ে তুলতে সবরকম চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।


আরও পড়ুন

×