পূর্বাচল নতুন শহর প্রকল্পের সুয়ারেজ সিস্টেম পিপিপিতে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৭:১৯ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৭:৩৯
পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিবেশবান্ধব ও টেকসই সুয়ারেজ সিস্টেম নির্মাণের লক্ষ্যে নেওয়া ‘কনস্ট্রাকশন, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অ্যাট পূর্বাচল নিউ টাউন’ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিষয়টির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান। তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিবেশ বান্ধব ও টেকসই সুয়ারেজ সিস্টেম নির্মাণের লক্ষ্যে গৃহীত ‘কনস্ট্রাকশন, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অ্যাট পূর্বাচল নিউ টাউন’ প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তাবয়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীতে ‘বন্ধগেট রেলক্রসিংয়ে ফ্লাইওভার’ নির্মাণের পূর্ত কাজ যৌথভাবে মীর আক্তার হুসাইন লিমিটেড এবং ডাইনকো ঢাকার নিকট থেকে ৮৯ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ১১৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব জানান, আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীন রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীতে ‘নতুন বিলসিমলা রেলক্রসিংয়ে ফ্লাইওভার’ নির্মাণের পূর্ত কাজ যৌথভাবে ডব্লিউসিএল এবং এমএসসিএল ঢাকার নিকট থেকে ৭৯ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৭৪৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
একইসঙ্গে স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ৭৪৮.৯০ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নিকট থেকে ১২০ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।