মাওয়ায় ইলিশ খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১
বন্ধুদের সঙ্গে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট এলাকায় ইলিশ মাছ খেতে গিয়েছিলেন স্কুলছাত্র রনি হোসেন (১৭)। ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে তাকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তিনি ও মোটরসাইকেলটির চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুলে দশম শ্রেণিতে পড়ত রনি। পরিবারের সঙ্গে সে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় থাকত। চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। ওই দুর্ঘটনায় আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন হাসপাতালে জানান, বৃহস্পতিবার রাতে কয়েকটি মোটরসাইকেল নিয়ে রনি ও তাঁর বন্ধুরা মাওয়া ঘাটে বেড়াতে যায়। ভোর ৫টার দিকে তারা বাসায় ফিরছিল। তখন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন রনি, সেটি চালাচ্ছিলেন ফাহিম। ফ্লাইওভারের পোস্তগোলা অংশ দিয়ে ওঠার পর একটি যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহত রনির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। তার বাবা জজ মিয়া পেশায় সবজি ব্যবসায়ী। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর স্বজনরা ঢামেক হাসপাতালে ছুটে আসেন। এ সময় তাদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।
ঢামেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের জন্য রনির মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। দুর্ঘটনায় কারও দায় থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- পুলিশ
- হানিফ ফ্লাইওভার
- মোটরসাইকেল