জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতা: ডিএসসিসির ৪ কর্মকর্তাকে শোকজ

ফাইল ছবি/সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৬
বৃষ্টি থামার ২৪ ঘণ্টায়ও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতায় ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার সংস্থাটির যুগ্ম সচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরে এ শোকজ করা হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্তরা হলেন- ডিএসসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।
নোটিশে বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনা একটি অতীব জনগুরুত্বপূর্ণ কাজ। এই কাজের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হয়। গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহনসহ পথচারীদের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয়। বৃষ্টি শেষ হওয়ার ১ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা নিরসন করার বিষয়ে মেয়রের নির্দেশনা থাকলেও ২৪ ঘণ্টায়ও জলাবদ্ধতা নিরসন করতে পারেননি; যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর ফলে ডিএসসিসির সুনাম ক্ষুন্ন হয়েছে।
এতে আরও বলা হয়, আপনার অধীনস্থ পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং আপনিও তাদের কাজের তদারকিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, যা গাফিলতির বহিঃপ্রকাশ। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের গাফিলতি বা ব্যর্থতার জন্য আপনার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত জবাব পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছয় ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েন নগরবাসী।