হারানোর আড়াই বছর পর মোবাইল ফোন উদ্ধার

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ০৯:৩৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ০৯:৪০
মোবাইল ফোন হারিয়ে এক সময় তা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। প্রায় আড়াই বছর আগে ‘হারানো’ ফোন ফিরে পাওয়া অনেকটা অবিশ্বাস্য। তবে গতকাল শনিবার রাতে এমন ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার খিলগাঁও থানায়।
হারানোর আড়াই বছর পর মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. আবুল হোসেন স্বপন। আর ফোনটি ফিরে পেয়ে অনেকটা অবাকই হয়েছেন ফোনটির মালিক সাংবাদিক এম মনিরুল ইসলাম। তিনি দৈনিক সমকালের সহসম্পাদক। এ সময় সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম উপস্থিত ছিলেন।
এম মনিরুল ইসলাম জানান, ২০২১ সালের ১২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে গুলশান যাওয়ার উদ্দেশ্যে রায়েরবাগ বাসস্ট্যান্ডে যান তিনি। সেদিন ‘করোনার লকডাউনের’ জন্য বাস অনেক কম ছিল। সেই অনুপাতে যাত্রী ছিল বেশি। একটি বাস এলে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। তিনিও ওঠার জন্য কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ‘মনজিল’ পরিবহনের একটি বাস আসে। তাতে ওঠার জন্য যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ল। তিনিও চেষ্টা করেন। বাসের দরজায় ভিড় আর চাপাচাপি করে বাসে উঠতে সক্ষম হন মনিরুল ইসলাম। বাসটি ছাড়ার পর পরই এক যাত্রী বলে উঠলেন, তার পকেটে ফোনটি নেই। তিনিও পকেটে হাত দিয়ে দেখেন (স্যামসাং গ্যালাক্সি ৮ এস+ সিরিজ) ফোনটি নেই। পাশের এক ভদ্র লোকের ফোন নিয়ে তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। ওই দিন বিকেলে রায়েরবাগ থানায় ফোন হারানোর কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভূক্ত করেন।
এম মনিরুল ইসলাম বলেন, “থানার এক কর্মকর্তা আমাকে বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু ফোনটি উদ্ধার করতে পারেননি। আমি হাল ছেড়ে দেইনি। অনেক জায়গায় ঘুরেছি, শুধু আশ্বাস পেয়েছি। গত ১২ সেপ্টেম্বর খিলগাঁও থানার ওই কর্মকর্তার ফেসবুক আইডিতে দেখি, তিনি একজনের ফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন। আমি তার শরণাপন্ন হলাম। এর দুদিন পরে আমাকে ফোন দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনার জন্য সুখবর আছে।’ শনিবার রাতে আমাকে যখন ফোনটি ফিরিয়ে দেন আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে বিষয়টি। পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করলে এমন একটি প্রায় অসম্ভব কাজ সম্ভব হয়ে উঠতে পারে, এটিই তার প্রমাণ।’
চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে ফোনটি উদ্ধার করার কথা জানিয়েছেন উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. আবুল হোসেন স্বপন। তিনি বলেন, ‘আমি হারানো ফোন খুঁজে বের করে সঠিক মালিকের কাছে দিয়ে আনন্দ পাই। প্রচারের জন্য এমনটি করি না। এই থানায় অন্তত একশ এমন মোবাইল সেট ফিরিয়ে দিয়েছি। মনির ভাই আমার পূর্বপরিচিত। তার ফোনটি ফিরিয়ে দিয়ে আমার অনেক ভালো লাগছে।’