ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হরতাল

যাত্রী নেই, সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস বন্ধ

যাত্রী নেই, সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস বন্ধ

রাজধানীর সায়েদাবাদ থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো বাস ছাড়েনি। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৮:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১০:৪৫

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রোববার রাজধানীর সায়েদাবাদ থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো বাস ছাড়েনি। কাউন্টার মালিকেরা জানান, যাত্রী সংকটের কারণে আজ একটিও বাস ছাড়তে পারেননি।

ঢাকা থেকে নোয়াখালীগামী আল বারাকা পরিবহনের চালক শহীদ চৌধুরী জানান, নাশকতার ভয়ে সকাল থেকেই গাড়ি চালাই নি। হরতালের দিনে যদি কোন হামলা হয় সেই ভয় পেয়েছি। তাছাড়া গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির সঙ্গে প্রাণ সংশয়েরও ভয় রয়েছে। 

ঢাকা থেকে নোয়াখালীগামী লাল সবুজ পরিবহন কাউন্টার ম্যানেজার ওবায়দুল হক ভুইয়া জানান, সকাল থেকে কোনো গাড়ি ছাড়েনি। কোনো যাত্রীও নেই। তবে বিকেলের পর গাড়ি ছাড়ার সম্ভাবনা রয়েছে। 

ঢাকা-চট্টগ্রাম-সিলেটগামী শ্যামলী এন আর ট্রাভেলসের কর্মচারী হারিজ খোকন বলেন, যেহেতু হরতাল তাই কোন গাড়ি ছাড়িনি। তাছাড়া একটাও যাত্রী নেই। 

এদিকে বাসের কাউন্টার থেকে ফেরত যাওয়ার সময় আরাফাত রহমান জানান। স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলাম, বাড়ি যাবো বলে। কিন্তু এসে দেখি কোন যাত্রী নেই। আমাদের দুইজনের জন্য কীভাবে একটি বাস ছাড়বে। তাই বাধ্য হয়ে আবার ফিরে যেতে হচ্ছে। 

আরও পড়ুন

×