ঢাকা-৪
ঢাকা-৪: কংগ্রেসের প্রার্থির নির্বাচন বর্জনের ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৪:১৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ২১:৪৪
ঢাকা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থি মাসুম বিল্লাহ সোহেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে মুরাদপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।
মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, ‘হরিদাবাদ উচ্চবিদ্যালয় থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জুরাইন হাজী সরিমুল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আমাকে আধা ঘণ্টা আটকে রাখা হয়েছে ৷ আধা ঘণ্টা পর কেন্দ্রে ঢুকতে পেরেছি।’
তিনি বলেন, ‘আমি প্রার্থী হয়ে ঢুকতে পারিনি। নিশ্চয়ই সেখানে এমন কিছু হয়েছে, যাতে আমি সেটা দেখতে না পারি।’
তিনি আরও বলেন, ‘আমার এজেন্টদের নিরাপত্তা না থাকার কারণে এবং ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় আমি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’
মাসুম বিল্লাহ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ৷ এই আসনে নৌকা, লাঙলসহ মোট নয়জন প্রার্থী অংশ নিয়েছেন।