ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে যুবক নিহত 

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

হানিফ ফ্লাইওভার (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৮

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহীন (২২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আজিম (২০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় ফ্লাইওভার থেকে ধোলাইপাড় নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

শাহিন পেশায় একজন বাইক মিস্ত্রি। তিনি বংশালে কাজ করেন। আজিম মোটর সাইকেল পার্টস বিক্রেতা। 

জানা গেছে, দুই বন্ধু বংশালে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত্যু ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত আজিম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
 

আরও পড়ুন

×