ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চকবাজারের কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ০৮:২৯

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ। 

এর আগে রাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগে কেমিক্যালের গুদামটিতে আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। 

জানা যায়, ভবনটির প্লাস্টিক ও জুতার কারখানার দাহ্য পদার্থের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন

×